ফের ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট। যান্ত্রিক সমস্যার জেরে মঙ্গলবার সকাল পৌনে ন টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। অন্যদিকে, গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেও প্রায় প্রত্যেকটি স্টেশনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল মেট্রো। তার জেরে অফিস টাইমে চরম ভোগান্তির শিকার হয় নিত্যযাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দমদম এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর জেরে লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই কারণেই তড়িঘড়ি মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয় দক্ষিণেশ্বর থেকে গিরীশ পার্ক পর্যন্ত।
পরে কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়, যান্ত্রিক গোলযোগ থাকা সত্ত্বেও পরিষেবা স্বাভাবিক ছিল দক্ষিণেশ্বর থেকে দমদম এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত। ৯টা ৫০ মিনিটের সময় থেকে পুরো লাইনেই পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল উপলক্ষে মঙ্গলবার বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো।
মেট্রোর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দক্ষিণেশ্বর থেকে রাতের অন্তিম মেট্রো কবি সুভাষের উদ্দেশে ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে। আর দমদম থেকে কবি সুভাষ অভিমুখে অন্তিম ট্রেন ছাড়বে রাত ১১টায়। একই ভাবে, কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও শেষ ট্রেন ছাড়বে ১১টায়। আর দক্ষিণেশ্বরের উদ্দেশে ১০টা ৪০ মিনিটে।