বিশেষভাবে সক্ষম বাচ্চাদের অনুষ্ঠিত সুরের ধারার নৃত্যাতীর্থের অনুষ্ঠান দেখলে, বিশ্বাস হবে কোনও অংশে পিছিয়ে নেই তারা। আবারও একবার প্রমাণিত হল দক্ষিণ কলকাতার আলো ঝলমলে এক মঞ্চের অনুষ্ঠানে। দেখা গেল সক্ষম ও বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের একত্রিত হয়ে অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করতে। এছাড়াও সাথে ছিল সিনিয়র সিটিজেনের পারফরম্যান্স। অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেরকমই বৃহস্পতিবার মঞ্চ মাতাতে দেখা যায় তাঁদের।
মূল স্রোতের সাথে বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের মিলিয়ে দেওয়া “সুরের ধারার নৃত্যাতীর্থ” একমাত্র উদ্দেশ্য। তাই বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের মিউজিক,ডান্স মুভমেন্ট থেরাপি প্রদান করা হয়। সুরের ধারার নৃত্যাতীর্থের কর্ণধার মিউজিক ও ড্যান্স থেরাপিস্ট সুচরিতা চক্রবর্তী জানান বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সংখ্যা বাড়ছে প্রতি বছর।আমাদের সমাজ ব্যবস্থায় বিশেষ ভাবে সক্ষম শিশুদেরকে প্রায়ই অবহেলা করা হয়ে থাকে শুধুমাত্র বিশেষ ভাবে সক্ষম হওয়ার কারণে। বিশেষ শিশুদের বেড়ে উঠার জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরি করাটা জরুরি,তার জন্য বাবা- মায়ের ধৈর্য্য রাখা খুব প্রয়োজন । মিউজিকের মাধ্যমে বাচ্চাদের বাক-চিকিৎসা করা সম্ভব। একমাত্র মিউজিক বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সুস্থ জীবন পেতে সাহায্য করে। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে সেই বার্তা দিলেন তিনি।