• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

ফ্ল্যাটের নামে প্রতারণার শিকার দম্পতি

অগ্রিম ১৩ লক্ষ টাকা দিয়েও ফ্ল্যাট পাননি গড়িয়ার মজুমদার পাড়ার মান্না দম্পতি। অভিযোগ উঠেছে, সল্টলেকের এক নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে।

অগ্রিম ১৩ লক্ষ টাকা দিয়েও ফ্ল্যাট পাননি গড়িয়ার মজুমদার পাড়ার মান্না দম্পতি। অভিযোগ উঠেছে, সল্টলেক সেক্টর ফাইভের এক নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। কেটে গেছে দশ বছর। অনেক প্রচেষ্টা করার পর বিফল হয়ে ওই দম্পতি দ্বারস্থ হয়েছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের। অবশেষে মিলেছে সুবিচার। ক্রেতা সুরক্ষা আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৭০ দিনের মধ্যে আট শতাংশ সুদ সমেত সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিতে হবে।

সূত্রের খবর, ওই নির্মাণকারী সংস্থার গড়িয়ার কাছে ‘আনন্দ ধারা’ নামে একটি বহুতল তৈরির কথা ছিল। সেখানেই একটি টাওয়ারের একটি ফ্ল্যাট বুক করেছিলেন ওই দম্পতি। সংস্থাকে দিয়েছিলেন অগ্রিম ১৩ লক্ষ টাকা। কিন্তু অভিযোগ, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি প্রকল্পের কাজ। কথা ছিল তিন বছরের মধ্যেই তাঁরা ফ্ল্যাট পেয়ে যাবেন। ফ্ল্যাট তো দূরের কথা ওই নির্দিষ্ট জায়গায় শুরু হয় অন্য প্রকল্পের কাজ। এরপরই তাঁরা ওই নির্মাণকারী সংস্থার কাছে অগ্রিম টাকা ফেরত চান। কিন্তু ওই সংস্থা সেই টাকা ফেরত দিতে চাননি। অসহায় হয়ে ওই দম্পতি অনেক জায়গায় অভিযোগ জানান।

কোনো ফল না মিললে শেষ পর্যন্ত তাঁরা ২০১৮ সালে ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলা দায়ের করেন। প্রায় ৬৪ লক্ষ টাকা দাম হয়েছিল ওই ফ্ল্যাটের। যার মধ্যে ১৩ লক্ষ টাকা তাঁরা দিয়েছিলেন। আদালত গোটা বিষয়টি বিচার করে ওই সংস্থাকে ৭০ দিনের মধ্যে আট শতাংশ সুদ সমেত সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায়ই প্রতারণার শিকার হতে বহু মানুষকে। তাই এসব ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়টি সতর্কতার সঙ্গে করার পরামর্শ দিয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক।