• facebook
  • twitter
Thursday, 27 March, 2025

ফের কলকাতায় করোনা

২০০৪ সাল নাগাদ এই ভ্যারিয়েন্টের হিউম্যান করোনা ভাইরাসের হদিস পাওয়া গিয়েছিল। এর কোনও টিকা এখনও আবিষ্কার হয়নি।

ফাইল চিত্র

কলকাতায় ফের হদিশ মিলল করোনার! আবার অতিমারী ভাইরাসের দাপট? না, ভয়ের কিছু নেই জানিয়েছেন চিকিৎসকরা। সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে করোনা নিয়ে ভর্তি হয়েছেন এক মহিলা। তবে তিনি নভেল করোনা ভাইরাসে নয়, হিউম্যান করোনা ভাইরাসে আক্রান্ত। এটি অনেক পুরানো ভাইরাস। চিকিৎসকরা জানিয়েছেন, এই এইচকেইউ–১ ভাইরাসটি আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এটি করোনারই একটি ভ্যারিয়েন্ট। এর অন্য নাম বিটা করোনা ভাইরাস হংকনেজ়। এই ভাইরাসে মানুষ এবং পশু, দুইই আক্রান্ত হতে পারে।

জানা গিয়েছে, সর্দি-কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে পঁয়তাল্লিশ বছর বয়সী এক মহিলা ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই নির্দিষ্ট পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি হিউম্যান করোনা ভাইরাসে আক্রান্ত। তবে বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। ভাইরোলজি বিশেষজ্ঞদের অভিমত, হিউম্যান করোনা ভাইরাসের অনেক রূপ আছে। আক্রান্ত মহিলাটি এইচকেইউ–১ সাবটাইপে আক্রান্ত। এছাড়াও এই ভাইরাসের ২২৯ই, এনএল৬৩, ওসি৪৩ সাবটাইপ রয়েছে। প্রতিটি সংক্রমণেরই সাধারণ উপসর্গ সর্দি-কাশি, শ্বাসকষ্ট এবং জ্বর। এছাড়াও মাথা ব্যাথা, গলা খুস খুস করার মতো উপসর্গগুলিও লক্ষ্য করা যায়। এক্ষত্রে মূলত সংক্রমিত হয় শ্বাসনালীর উপরিভাগ।

২০০৪ সাল নাগাদ এই ভ্যারিয়েন্টের হিউম্যান করোনা ভাইরাসের হদিস পাওয়া গিয়েছিল। এর কোনও টিকা এখনও আবিষ্কার হয়নি। তবে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন, এই ভাইরাসের ফলে অতিমারী হওয়ার সম্ভাবনা নেই।