• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

কমরেড..শূন্য ছিলি, শূন্য থাকবি; পাটুলি থানার পুলিশ আধিকারিকের ‘বিতর্কিত’ পোস্ট, তদন্ত শুরু করল লালবাজার

‘সদ্যসমাপ্ত লোকসভা ভোটের সময়েও তৃণমূলের ভোট লুঠে,গুণ্ডামিতে ষড়যন্ত্রকারী, বামপন্থী কর্মীদের উপর মিথ্যা মামলা ও অকথ্য অত্যাচারের পাণ্ডা। এই ধরনের লোকেরাই সন্দীপ ঘোষদের বেড়ে উঠতে সাহায্য করে।'

এবার রাজনৈতিক পোস্ট করে বিতর্কে জড়ালেন পাটুলি থানার ইন্সপেক্টর তীর্থঙ্কর দে। এর জেরে তাঁকে বিভাগীয় তদন্তের মুখেও পড়তে হচ্ছে। বৃহস্পতিবার সকালে তীর্থঙ্কর দে নামের এক ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়। পোস্টটিতে লেখা হয়েছে, ‘একটা কথা ছিল কমরেড : তোরা যতই রাত জাগিস না কেন.. শূন্য ছিলি, শূন্যই থাকবি।’ এই পোস্টটি শেয়ার করে সিপিএম নেতা শতরূপ ঘোষ জানান, তীর্থঙ্কর দে পাটুলি থানার ওসি। এবিষয়ে পাটুলি থানায় কর্তব্যরত এক অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ওসি এ বিষয়ে কিছু জানেন না। ফোন কোনওভাবে হ্যাং করেছিল। কোনওভাবে হয়ে গিয়েছে।

একজন পুলিশ অফিসার হয়ে এরকম পোস্ট করায় স্বাভাবিকভাবেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তীর্থঙ্কর দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার। এর আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক রাজনৈতিক পোস্ট করেছিলেন বলে অভিযোগ উঠেছে। সেগুলি নিয়েও দানা বেঁধেছিল বিতর্ক। এপ্রসঙ্গে, সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, ‘ফোন হ্যাং করে গেলে ফোন কাজ করে না। ফোনটা ভুল পথে কাজ করছে। ফোন হ্যাং করে যায়নি, ওঁর (ওসি) বোধবুদ্ধি হ্যাং করে গেছিল। যে কাজটা ওঁর গোপনে করার কথা ছিল তা উনি প্রকাশ্যে করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি আমাদের মা’ বলা থেকে শুরু করে তৃণমূলের প্রেস কনফারেন্সের লাইভ স্ট্রিমিং শেয়ার, মাসের পর মাস উনি এ ধরনের অনেক কিছুই পোস্ট করে এসেছেন। এখন আবার প্রোফাইল লক করে রেখেছেন। ওসব করে কী হবে? থানার লোকেরাই আমায় পোস্টগুলো পাঠাচ্ছেন। এরকম সব পোস্ট বার করেছি।’ এদিন শতরূপ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

তীর্থঙ্করের পোস্টটি রিপোস্ট করে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য লিখেছেন, ‘সদ্যসমাপ্ত লোকসভা ভোটের সময়েও তৃণমূলের ভোট লুঠে,গুণ্ডামিতে ষড়যন্ত্রকারী, বামপন্থী কর্মীদের উপর মিথ্যা মামলা ও অকথ্য অত্যাচারের পাণ্ডা। এই ধরনের লোকেরাই সন্দীপ ঘোষদের বেড়ে উঠতে সাহায্য করে।’