• facebook
  • twitter
Thursday, 5 December, 2024

মমতার কেন্দ্র ভবানীপুর পেতে চলেছে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়

এর পাশাপাশি আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিচ্ছে রাজ্য সরকার। এই তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য বিধানসভায় বিল পেশ করা হবে।

ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে একটি বেসরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে চলেছে শিক্ষা দপ্তর। এর পাশাপাশি আরও দুটি নতুন বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিচ্ছে রাজ্য সরকার। এই তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য বিধানসভায় বিল পেশ করা হবে। আগামী মঙ্গলবার ও বুধবার এ বিষয়ে আলোচনা করা হবে। বিধানসভার কার্যবিবরণী কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আরও ঠিক হয়েছে, বিধানসভার অধিবেশন এক দিনের জন্য বাড়ানো হবে। আগামী বুধবার ভবানীপুরের নতুন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল পেশের সময় বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কী না তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডে ভবানীপুর গুজরাতি এডুকেশন সোসাইটি নামে একটি কলেজ রয়েছে। এই কলেজকেই এবার বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিতে চলেছে রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের নাম হতে চলেছে ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি। আগামী বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নতুন এই বিলটি বিধানসভায় পেশ করবেন। তার জন্য ১ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকা কার্যবিবরণী কমিটির বৈঠকে যোগদান করে না বিজেপি পরিষদীয় দল। তাই বৈঠক শেষে বিজেপি বিধায়কদের বিধানসভার অধিবেশন বাড়ানোর বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
ভবানীপুরের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিলটি বুধবার পেশ হলেও বাকি দুটি নতুন বিশ্ববিদ্যায়ল সংক্রান্ত বিল মঙ্গলবারই বিধানসভায় পেশ হয়ে যাবে। ‘দি রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪’ এবং ‘দি রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি বিল ২০২৪’ বিলের আলোচনার জন্য দেড় ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রায় দেড় বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজের বিধানসভা এলাকায় অবাঙালি হিন্দুদের ভোট টানতে পদক্ষেপ শুরু করলেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা থেকে ১৭৬ ভোটে পিছিয়ে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। গত লোকসভা নির্বাচনেও ভবানীপুর বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে ভালো ব্যবধানে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরি। পাশাপাশি গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের একাধিক ওয়ার্ডে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামী বিধানসভা নির্বাচনে অবাঙালি হিন্দুদের মন পেতে এখন থেকেই পদক্ষেপ শুরু করে দিলেন মমতা।