মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কালীঘাট স্কাইওয়াক শীঘ্রই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হতে চলেছে। দীপাবলির আগে, ২৮ অক্টোবর এটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। স্কাইওয়াকের কাজ প্রায় শেষ হলেও আরজি কর কাণ্ডের কারণে উদ্বোধন বিলম্বিত হয়েছিল। স্কাইওয়াকটি এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত ৪৫০ মিটার দীর্ঘ, এবং এতে লিফট, বৈদ্যুতিন সিঁড়ি সহ পাঁচটি প্রবেশ-প্রস্থান পথ রয়েছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াকের আদলে এটি তৈরি হয়েছে। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে নকশায় পাঁচটি চূড়া যুক্ত করা হয়েছে।
স্কাইওয়াক নির্মাণের কাজ শুরু হয় ২০২১ সালে, তবে বিভিন্ন কারণে দেরি হয়, এবং ব্যয় ৭৭ কোটি টাকা থেকে বেড়ে ৯০ কোটি টাকারও বেশি হয়। তবে এখন সব প্রস্তুতি শেষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।