হিডকোর চেয়ারম্যান পদ থেকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকের পর ফিরহাদকে একথা জানিয়ে দিয়েছেন মমতা। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নির্দেশিকা জারি করা হয়নি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিজেই হিডকোর দায়িত্ব গ্রহণ করবেন।
শুক্রবার ফিরহাদ নিজেই এই খবরের সত্যতা স্বীকার করে নেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কলকাতার মেয়র বলেন, ‘গুঞ্জনের তো কিছু নেই। এটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। উনি আমাকে হিডকোর দায়িত্ব দিয়েছিলেন। উনিই আমার থেকে দায়িত্ব নিয়ে নিয়েছেন।’
উল্লেখ্য, সম্প্রতি ফিরহাদের সংখ্যালঘু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কিত মন্তব্যের কারণেই তাঁকে হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে বলে মনে করা হচ্ছে। দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছে হিডকো। চলতি বছরের অক্ষয় তৃতীয়াতে এই মন্দিরের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এই আবহে ফিরহাদের বিতর্কিত মন্তব্যের জেরে সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই তাঁকে হিডকোর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
কী কারণে তাঁকে এই পদ থেকে সরানো হল তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতে পারবেন বলে জানান ফিরহাদ। তাঁর কথায়, ‘কোনও কারণ নিশ্চয়ই রয়েছে। এই যে মন্ত্রী রয়েছি, মেয়র রয়েছি, এটাও তো মুখ্যমন্ত্রী দিয়েছেন। যিনি দায়িত্ব দিয়েছেন তিনিই নেবেন। এতে অস্বাভাবিক কী আছে!’