• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

কাস্টমস অফিসারের প্রতারণা

 টাকা না দিলে ফাঁসানো হবে মিথ্যে মামলায়! ঠিক এই ভাবেই ভয় দেখিয়ে পোস্তার গোল্ড মার্চেন্ট অ্যাসিয়েশন থেকে হাতিয়ে নেওয়া হল ৪০ লক্ষ টাকা।

টাকা না দিলে ফাঁসানো হবে মিথ্যে মামলায়! ঠিক এই ভাবেই ভয় দেখিয়ে পোস্তার গোল্ড মার্চেন্ট অ্যাসিয়েশন থেকে হাতিয়ে নেওয়া হল ৪০ লক্ষ টাকা। শুধু তাই নয়, অভিযোগ উঠলো চার কাস্টমস অফিসারের বিরুদ্ধে। সূত্রের খবর, মিথ্যে মামলায় ফাঁসানোসহ একাধিক ভাবে ভয় দেখানো হয়েছিল ব্যবসায়ীদের। পরে মীমাংসা করতে চেয়ে চাওয়া হয় ৪০ লক্ষ টাকা। সেই টাকা নিয়ে চম্পট দেন অভিযুক্ত ওই কাস্টমস কর্মকর্তারা। যার ভিত্তিতে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে পোস্তা থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।