দীপাবলির ভিড় এড়াতে রদবদল ট্রাফিক মানচিত্রে

আগামী বৃহস্পতিবার রাজ্য জুড়ে পালিত হবে দীপাবলি। শক্তি আরাধনায় মেতে উঠবে গোটা শহর। তবে চলতি বছর সপ্তাহ মাঝে কালীপুজো। ফলে সরকারি অফিস ছুটি হলেও বন্ধ থাকবে না অধিকাংশ বেসরকারি অফিস। সেক্ষেত্রে থাকছে প্রবল যানজটের আশঙ্কা। তাই যানজট পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ করল কলকাতা পুলিশ। সম্প্রতি কলকাতা পুলিশের পক্ষ থেকে নগরপাল মনোজ বর্মা এক বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, যান চলাচলে রাশ টানা হল কালীপুজোর দু’দিন আগে অর্থাৎ সোমবার সকাল থেকেই।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার, অর্থাৎ টানা চার দিন বিকেল ৪টে থেকে ভোর ৫টা পর্যন্ত উত্তর কলকাতার রবীন্দ্র সরণি ধরে গালিফ স্ট্রিট থেকে বিকে পাল অ্যাভিনিউ পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে মালবাহী গাড়ি চলাচলে। যদিও পরিস্থিতি বুঝে গালিফ স্ট্রিট ক্রসিং থেকে রবীন্দ্র সরণি ধরে দক্ষিণমুখী সমস্ত গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। কিন্তু ছাড় দেওয়া হয়েছে প্রতিমা নিয়ে যাওয়া গাড়িগুলিকে। শুধু তাই নয়, সোমবার রাত দশটা থেকে  বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজোর দিন ভোর ৫টা পর্যন্ত মালবাহী গাড়িগুলিকে রবীন্দ্র সরণির পরিবর্তে স্ট্র্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বিকে পাল অ্যাভিনিউ এবং গিরীশ অ্যাভিনিউ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। প্রতিমা আনতে যাওয়ার জন্য সমস্ত কুমোরটুলিমুখী গাড়িগুলিকে জেএম অ্যাভিনিউ, বিকে পাল অ্যাভিনিউ এবং অরবিন্দ সরণি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে লালবাজারের জারি করা এই বিজ্ঞপ্তিতে।

পাশাপাশি, প্রতিমা নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত গাড়িগুলিকে শোভাবাজার স্ট্রিট থেকে বাগবাজারের মধ্যে রবীন্দ্র সরণির পশ্চিম দিকে পার্কিং করা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে অনুমতি মেলেনি শোভাবাজার স্ট্রিট এবং ডিসি ব্যানার্জি রোডে গাড়ি পার্কিংয়ের । এ ছাড়া, কালীপুজোর দিন সকাল ৭টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত রবীন্দ্র সরণিতে দক্ষিণমুখী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।