গার্ডেনরিচের ছায়া এবার জোড়া সাঁকোয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি। জোড়াসাঁকো থানার মুক্তারাম বাবু স্ট্রিটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একটি পুরোনো বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ল। ঘটনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে বাড়িটি যেহেতু মেরামতির কাজ চলছিল, সেজন্য ধ্বংসস্তূপের নিচে একজন শ্রমিক আটকে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে জোড়াসাঁকো থানার পুলিশ। সঙ্গে সঙ্গে ভাঙা বাড়ির চারিদিক ঘিরে ফেলা হয়। উদ্ধার কাজে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও সিইএসসি অফিসের কর্মীরাও। বাড়ির ভিতরে আরও কেউ আটকে আছে কিনা তা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, বাড়ির ভিতরে আর কেউ আটকে নেই।
জানা গিয়েছে, বহু পুরনো এই চারতলা বাড়িটি মুক্তারাম বাবু স্ট্রিটের একটি সংকীর্ণ গলির ভিতরে। সংস্কারের কাজের জন্য বাড়িটিতে কোনও বাসিন্দা ছিলেন না। এদিন সেই ফাঁকা বাড়িটি আচমকা ভেঙে পড়ে। ভেঙে পড়া অংশে একজন কর্মী আটকে পড়লেও দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।