কলকাতা শহরে দুর্ঘটনা রুখতে নয়া পদক্ষেপ। দুর্ঘটনাপ্রবণ স্থানগুলিতে বসছে সিসিটিভি। মোতায়েন করা হবে আরও পুলিশ। বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ইতিমধ্যেই শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। এবার এই সমস্ত এলাকাগুলিতে দুর্ঘটনা রুখতে পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সিসিটিভির নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। শহরের দুর্ঘটনাপ্রবণ রাস্তাগুলির মধ্যে অন্যতম হল ইএম বাইপাস। এখানে মোট ১৮টি দুর্ঘটনাপ্রবণ জায়গা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, বিগত দু’বছরে এই জায়গাগুলিতে ২৭৯টি দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে প্রায় ৩৫ জনের। এই অবস্থায় ইএম বাইপাস সংলগ্ন এলাকায় প্রায় ৩০০টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।
সম্প্রতি খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের নিয়ে শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করে কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতা পুরসভা, পুলিশ, নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এই সমীক্ষা করা হয়। দেখা গিয়েছে, দুর্ঘটনাভবন রাস্তাগুলির মধ্যে অন্যতম হল উল্টোডাঙা থেকে কামালগাজী পর্যন্ত বাইপাসের ২১ কিলোমিটার রাস্তা। এই এলাকাগুলিতে প্রায় তিনশোর মতো সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি বসানোর জন্য টেন্ডার ডেকেছে লালবাজার।
মূলত দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে পথচারীরা কীভাবে রাস্তা পার হচ্ছেন বা কত গতিতে গাড়ি যাচ্ছে, গত কয়েক বছরে কতগুলি দুর্ঘটনা ঘটেছে, সে সবই খতিয়ে দেখেছে বিশেষজ্ঞ দল। তারপরে এই সমস্ত অংশে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ৯২ লক্ষ টাকা খরচ ধার্য করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সিসিটিভিগুলি ইস্ট ট্রাফিক গার্ডের অধীনে ৪৩টি জায়গায়, হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ডের অধীনে ২৭টি জায়গায়, দক্ষিণ ট্রাফিক গার্ডের অধীনে ২২টি, ভবানীপুর ট্রাফিকে ১৮টি এবং বেলেঘাটা ট্রাফিক গার্ডে ১৩টি জায়গা চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে রয়েছে বেলেঘাটা কানেক্টর, সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন অংশ, চিংড়িঘাটা উড়ালপুল, মেট্রোপলিটন, পাটুলি প্রভৃতি জায়গা।