রামনবমীর দিন ঠাকুরপুকুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা বাজারে ঢুকে গেল একটি চার চাকার গাড়ি। ৮-১০ জনকে ধাক্কা। শেষ পর্যন্ত গাড়িটি থেমে গেলেও দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম আমিনুল রহমান। তাঁকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গাড়ির চালক এবং তাঁর সঙ্গী মহিলাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। অভিযোগ, কয়েকটি গাড়িকেও ধাক্কা মেরেছিল ওই গাড়িটি এবং যারা ভিতরে ছিলেন তারা সকলে মত্ত অবস্থায় ছিলেন। অভিযুক্তদের আটক করে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় টলিউডের সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ঘাতক ওই গাড়িতে ছিলেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক), অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ), অভিনেতা আরিয়ান এবং স্যান্ডি সাহা।
প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, রবিবার সকালে হাঁসপুকুর থেকে ঠাকুরপুকুর থানার দিকে যাচ্ছিল গাড়িটি। সওয়ারিরা মদ খেয়ে ছিলেন। গাড়িটি আচমকাই নিয়ম ভেঙে বাজারের সরু রাস্তায় প্রবেশ করে। বেপরোয়া ভাবে চালিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা দেয় চালক। দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠাকুরপুকুর পুলিশ স্টেশন থেকে দ্রুত পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।
জানা গিয়েছে, যে রাস্তা দিয়ে গাড়িটি ঢুকে সাধারণ মানুষকে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে, সেই রাস্তাটিতে গাড়ি ঢোকার অনুমতি ছিল না। তা সত্ত্বেও কীভাবে গাড়িটি ঢুকে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের বক্তব্য, ঠাকুরপুকুর বাজারের ওই এলাকা দিয়ে হাঁটাচলা কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। বিবিরহাট, বড়কাছারি ঢোকার ওই মূল রাস্তা দীর্ঘ ৬ বছর ধরে বন্ধ। কাজ চলার কথা বলে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ। কবে ওই রাস্তা ঠিক হবে, সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক মত্ত অবস্থায় ছিলেন কি না, তা-ও পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।