পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে দেদার নকল করছিল এক যুবক। তা পরিদর্শকের নজরে আসতেই সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হয় যুবকের পরীক্ষা। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশে। পরে পরিদর্শকের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করে শ্যামপুকুর থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে, রবিবার মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে। সূত্রের খবর, এদিন জেলা আদালতের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতেই এসেছিল মালদার বাসিন্দা নাসিম আখতার। অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকে নকল করছিল যুবক। পরীক্ষা চলাকালীন তা নজরে আসে পরিদর্শক ইয়াসিমা ফতেমার। সঙ্গে সঙ্গে যুবককে হাতেনাতে পাকড়াও করে তিনি খবর দেন পুলিশে। পুলিশ এসে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতে তোলা হলে, অভিযুক্ত যুবককে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।