চাকরির জন্য বাবা বদল! ঘটনা আশ্চর্য হলেও সম্প্রতি এই অভিযোগের ভিত্তিতেই এক যুবককে গ্রেপ্তার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
সূত্রের খবর, বছরখানেক আগেই মারা যান শিবপূজন সিং। কলকাতা ট্রাম কোম্পানিতে কর্মরত অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে শিবপূজনকে নিজের বাবা পরিচয় দিয়ে ট্রাম কোম্পানির কাছে চাকরির জন্য আবেদন করে অভিযুক্ত যুবক ব্রিজভূষণ সিং।
সামান্য কাঠখড় পুড়িয়ে মেলে চাকরিও। অন্যদিকে সম্প্রতি ট্রাম কোম্পানির মৃত কর্মীর মেয়ে সম্প্রতি চাকরির জন্য আবেদন করতেই জানতে পারেন, তাঁর বাবার চাকরি করছে অন্য লোক! ঘটনার প্রেক্ষিতে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানাতেই তদন্তে নামে পুলিশ। যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য।
জেরার মুখে ব্রিজভূষণ জানায়, তার বাবার নামও শিবপূজন সিং। কাজেই ট্রাম কোম্পানির কর্তাদের বোকা বানাতে খুব একটা কষ্ট করতে হয়নি ব্রিজভূষণকে। মিথ্যে বাবা সাজিয়ে দিনের পর দিন চাকরি করে প্রাপ্য বেতনও পেতে থাকে সে। ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ব্রিজভূষণ সিংকে।