সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি শুভ্রা ঘোষ এর এজলাসে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলে। জামিন মামলা ছিল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। দীর্ঘদিন পর তাঁর জামিন মামলার শুনানি ছিল। তবে এদিন রায়দান স্থগিত রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওঠে মামলা।দীর্ঘ দিন শুনানির পর শেষ হয় মামলা। এর আগে এই মামলা চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর এজলাসে।
পরবর্তী কালে ডিটারমিনেশন চেঞ্জ হওয়া মামলা আসে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির তরফে জামিনের বিরোধিতায় রিপোর্ট জমা পড়ে আদালতে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয় কৃষ্ণ প্রথম থেকেই ইডি আধিকারিকদের সন্দেহর তালিকায় ছিলেন। এরপর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ সব নথি উদ্ধার করে তদন্তকারী সংস্থা । এমনকী সুজয় ঘনিষ্ঠ এক সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার সঙ্গে কথোপকথনের অডিয়ো রেকর্ডিংও পেয়ে যান আধিকারিকরা।