বছর শেষেও বজায় থাকল বাসের রেষারেষি, তেলেঙ্গাবাগানে আহত এক মহিলা

প্রতীকী চিত্র

শহরে বাসের রেষারেষি বন্ধ করতে একাধিক পন্থা নিয়েছে রাজ্য সরকার। উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরেও বর্ষশেষে অব্যাহত থাকল বাসের রেষারেষি। আর তাতেই আহত হলেন এক মহিলা। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা স্টেশন সংলগ্ন মুচিবাজারের তেলেঙ্গাবাগান এলাকায়, যার জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়।

সূত্রের খবর, ট্রাফিক আইন অমান্য করে রেষারেষি করছিল এল ২৩৮ রুটের বাস। সেই সময় রাস্তা পার হচ্ছিলেন এক মহিলা। অভিযোগ, সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা মারে বাসটি। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়েরা উদ্ধার করে মহিলা আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

অন্যদিকে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বাসে। ভেঙে দেওয়া হয় বাসের কাচ। তীব্র যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হলে, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়েরা। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।