• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

বেহালা কাণ্ডে আড়াই মাস পর গ্রেপ্তার মৃত তরুণীর প্রেমিক

জানুয়ারিতে বেহালা ডায়মন্ড পার্ক এলাকার একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এক তরুণীর রক্তাক্ত মৃতদেহ। তরুণীর পরিচয় নিয়ে ধন্দে ছিল পুলিশ।

প্রতীকী ছবি

জানুয়ারিতে বেহালা ডায়মন্ড পার্ক এলাকার একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এক তরুণীর রক্তাক্ত মৃতদেহ। তরুণীর পরিচয় নিয়ে ধন্দে ছিল পুলিশ। খোঁজ চলছিল কার্তিক দাস নামের এক যুবকের। প্রায় আড়াই মাস পর পুলিশের ধরা পড়েছেন এই যুবক। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত জানুয়ারি মাসে বেহালা ডায়মন্ড পার্ক এলাকার ভাড়া বাড়িতে নৃশংসভাবে গলার নলি কেটে খুন করা হয়েছিল ওই তরুণীকে।

বাড়িওয়ালাই প্রথম দেখতে পেয়েছিলেন হাত-পা এবং মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে ওই তরুণী। গলার নলি কাটা। চারদিক ভেসে যাচ্ছিল রক্তে। ঘর থেকে মিলেছিল রক্তমাখা ধারালো অস্ত্রও। বাড়িওয়ালা সঙ্গে সঙ্গে খবর দিয়েছিলেন পুলিশে। তদন্তে নেমে প্রথমেই তরুণীর পরিচয় নিয়ে ধন্ধে পড়েছিল পুলিশ। বাড়িওয়ালার কাছ থেকে পাওয়া আধার কার্ডের তথ্য অনুযায়ী তরুণীর নাম মলিনা দাস। কিন্তু এক ব্যক্তি হঠাৎই এসে দাবি করেছিলেন, মৃত তরুণী তাঁর মেয়ে ছায়া সর্দার।

অন্যদিকে বাড়িওয়ালার কথা অনুযায়ী, তরুণীর কাছে কার্তিক দাস নামের এক যুবক প্রায়শই আসতেন। এই যুবককে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছিলেন ওই তরুণী। কিন্তু ঘটনার পর থেকে কার্তিক দাস নামের ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। ঘটনার পর কেটে গেছে প্রায় আড়াই মাস। অবশেষে কলকাতা থেকেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কার্তিক দাসকে। জেরার মুখে ওই তরুণীর সঙ্গে সম্পর্কের কথাও তিনি স্বীকার করে নিয়েছেন।