বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমা–গুলি, ভাটপাড়ায় এনআইএ দল

ভাটপাড়ায় এনআইএ-র ফরেনসিক দল

দুই বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার ঘটনায় তদন্ত করতে ভাটপাড়ায় এল এনআইএ–র দল। এই দুই নেতা অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই ঘটনার তদন্তে নেমে সোমবার ভাটপাড়ায় যায় এনআইএ–র একটি দল। এই দলের সঙ্গে ছিল ফরেন্সিক দলও।

আরজি করের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান করেছিল ছাত্র সমাজ নামে একটি সংগঠন। এই কর্মসূচিকে পরোক্ষে সমর্থন জানিয়েছিল বিজেপি। নবান্ন অভিযানের দিন চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেই দিন ব্যারিকেড ভাঙা সহ পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের। এই ঘটনায় জখম হন বহু পুলিশকর্মী। পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। লাঠিচার্জও করা হয়। পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ২৮ আগস্ট বাংলা বনধ ডাকে বিজেপি। এই দিনই ভাটপাড়ায় দুই বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোঁড়া হয়। অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস।  ২৮ আগস্টের ঘটনায় মোট তিনজন জখম হন। দুই বিজেপি নেতা ও এক গাড়ির চালক। রবি সিংহ ও প্রিয়াঙ্কু পাণ্ডে নামে ওই দুই বিজেপি নেতা অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।


জানা গিয়েছে, ওই দিন তাঁরা অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালানো হয়। অর্জুন সিং এ প্রসঙ্গে বলেন, ‘চালকের কপাল ঘেঁষে বেরিয়েছে গুলি। এখনও রক্ত লেগে আছে গাড়িতে।’ ঘটনার দিন পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। ‘পুলিশ তৃণমূলের তাঁবেদারি করছে’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।