• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক

তার মধ্যে ছিল বেশকিছু কাগজের প্লেট। তবে ওই জায়গায় কে ব্যাগটি রেখে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আতঙ্ক ছড়ানোর জন্যই ব্যাগটি রেখে যাওয়া হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

গত ৯ আগষ্ট রাতে আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের একমাস কেটে গেলেও থামেনি প্রতিবাদ।  প্রতিবাদে হাসপাতালের মধ্যেই চলছে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ। এবার সেই মঞ্চের অদূরেই পরিত্যক্ত ব্যাগকে ঘিরে ছড়ালো বোমাতঙ্ক! তাতে রীতিমতো শোরগোল পড়ে যায় আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে। মঞ্চ ছেড়ে চলে যান সকলেই। খবর দেওয়া হয় টালা থানায়।

সূত্রের খবর, হাসপাতালে বোমাতঙ্কের খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং বোম্বস্কোয়াড। সাবধানে খতিয়ে দেখা হয় ব্যাগটি। তবে তাতে কোনও রকম বিস্ফোরক পদার্থ মেলেনি বলেই খবর। সূত্রের খবর, তার মধ্যে ছিল বেশকিছু কাগজের প্লেট। তবে ওই জায়গায় কে ব্যাগটি রেখে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আতঙ্ক ছড়ানোর জন্যই ব্যাগটি রেখে যাওয়া হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।