রাতের শহরে উদ্ধার বস্তাবন্দি যুবকের দেহ, তদন্তে পুলিশ

রাতে ঠাকুরপুকুর এলাকার ইসমাইল রোড ধরে হাঁটছিলেন পথচারীরা। সেই সময় দেখা যায়, রাস্তার ধারে আবর্জনার স্তূপের মধ্যে পড়ে রয়েছে একটি বস্তা। প্রথমে তা দেখে পাত্তা না দিলেও, কিছুক্ষণ পরেই নজরে আসে এক যুবকের দেহ। বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ বস্তাবন্দি দেহকে ঘিরে শোরগোল পড়ে যায় ঠাকুরপুকুর থানার জোকা সংলগ্ন এলাকায়।

দেহ দেখেই খবর দেওয়া হয় পুলিশে। তারপর পুলিশ গিয়ে বস্তাবন্দি দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। সূত্রের খবর, যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা না গেলেও তাঁর বয়স আনুমানিক তিরিশের কাছাকাছি। পুলিশ সূত্রে খবর, যুবকের পরনে ছিল জিন্স এবং শার্ট।

মৃতের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা না গেলেও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুন করে যুবককে বস্তাবন্দি করে ফেলা হয়েছে। একই সঙ্গে যুবকের দেহ দেখে পুলিশের অনুমান, তাঁর মৃত্যু হয়েছে দিন তিনেক আগে। তবে কে বা কারা যুবককে খুন করে ওই এলাকায় ফেলে দিয়ে গেল, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।


প্রসঙ্গত, গত জুলাই মাসের শেষ দিকে ঠিক একই ভাবে রিজেন্ট পার্ক এলাকার শান্তিনগর ব্রিজের নিচে খালের ধার থেকে উদ্ধার করা হয়েছিল এক তরুণীর দেহ। সূত্রের খবর, মাদক খাইয়ে তাকে বেহুঁশ করে শ্বাসরোধ করে খুন করেছিল তাঁর প্রেমিক এবং প্রেমিকের এক বন্ধু। ঘটনার তদন্তে নেমে দু’জনকেই গ্রেপ্তার করে পুলিশ।