• facebook
  • twitter
Monday, 6 January, 2025

রেস কোর্সে উদ্ধার যুবকের দেহ

শনিবার সকালে রেস কোর্স থেকে উদ্ধার হল এক যুবকের আংশিক ঝুলন্ত দেহ। আত্মহত্যা না কি খুন? প্রশ্নে ক্রমেই দানা বাঁধছে ধোঁয়াশা।

প্রতীকী চিত্র।

শনিবার সকালে রেস কোর্স থেকে উদ্ধার হল এক যুবকের আংশিক ঝুলন্ত দেহ। আত্মহত্যা না কি খুন? সেই প্রশ্নে ক্রমেই দানা বাঁধছে ধোঁয়াশা। এদিন সকালে রেস কোর্স সংলগ্ন টিনের শেডের নীচ থেকে এক যুবককে গামছার বাঁধা আংশিক ঝুলন্ত অবস্থায় দেখেন পান পথচলতি মানুষেরা। তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের নাম সামশাদ বলে জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, ওখানেই অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন সামশাদ। তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে আর্থিক অভাবে ভুগছিলেন যুবক। আর তা সহ্য করতে না পেরেই এই চরম সিদ্ধান্ত। প্রাথমিকভাবে মৃতের দেহে কোনও সন্দেহজনক চিহ্ন পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন সামশাদ। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।