পাহাড়ে বেড়াতে গিয়ে মৃত্যু হল এক বাঙালি পর্যটকের। মৃতের নাম দীপাঞ্জন সাহা (৫৮)। তিনি হুগলির তারকেশ্বরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, দিন তিনেক আগেই পরিবারের সঙ্গে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন দীপাঞ্জনবাবু। সেখান থেকে গিয়েছিলেন লামাহাটা। শুক্র ও শনিবার লামাহাটায় কাটানোর পর রবিবার দার্জিলিং ফেরেন। মৃতের পরিবার সূত্রে খবর, দার্জিলিং ফেরার পথেই আচমকা অসুস্থ বোধ করতেন থাকেন দীপাঞ্জন সাহা। দ্রুত তাঁকে দার্জিলিং জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর। পাহাড়ে ছুটি কাটাতে গিয়ে আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করানো হবে বলে জানা গিয়েছে।