• facebook
  • twitter
Tuesday, 14 January, 2025

গুদাম থেকে উদ্ধার নিষিদ্ধ বাজি, গ্রেপ্তার ১

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে পাথুরিয়াঘাটার এক গুদামে অভিযান চালানো হয়। আর তাতেই ধরা পড়ে ৯২০ কেজি নিষিদ্ধ বাজি।

ফাইল ছবি

শেষ হয়েছে উৎসবের মরশুম। শহর ফিরেছে কাজের ছন্দে। কিন্তু তারপরেও শহরে মজুদ বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি! গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালাতেই পাথুরিয়াঘাটার এক গুদাম থেকে প্রায় হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করল জোড়াবগান থানার পুলিশ। নিষিদ্ধ বাজি মজুত করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে আলম শেখ নামে ৫৫ বছরের এক প্রৌঢ়কে।

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে পাথুরিয়াঘাটার এক গুদামে অভিযান চালানো হয়। আর তাতেই ধরা পড়ে ৯২০ কেজি নিষিদ্ধ বাজি। উপযুক্ত কাগজ দেখাতে না পারার কারণে গ্রেপ্তার করা হয় আলম শেখকে। আদতে মালদহের মানিকচকের বাসিন্দা হলেও কলকাতাতেই থাকত সে। তবে উৎসবের মরশুম না হলেও কী কারণে এই বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি মজুত? তদন্তকারীদের অনুমান, উৎসবের মরশুমে যেখানে শহর জুড়ে নাকা তল্লাশি চলে, সেখানেই এই পরিস্থিতিতে নিষিদ্ধ বাজি স্থানান্তর করা অনেকটাই সহজ। সেই কারণেই মজুত করা হতে পারে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি।