ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে নির্দেশ দিয়েছিলেন, এই কোম্পানিকে যাতে কেউ বিরক্ত না করে। এই বার্তাকেই নির্দেশ বলে মনে করছেন শওকত। বুধবার ভাঙড় সংলগ্ন হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। এখন এই সংস্থাকে আগলে রেখেছেন শওকত।
প্রসঙ্গত ভাঙড় বর্তমানে তৃণমূলের দখলে নেই। গত বিধানসভা নির্বাচনে এই আসন থেকে জিতেছেন আইএসএফ-এর নওশাদ সিদ্দিকি। কিন্তু শওকত মোল্লা তৃণমূলের ভাঙড়ের পর্যবেক্ষক পদে রয়েছেন। তাই এই এলাকায় তাঁর প্রভাব অনস্বীকার্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলের কোনও নেতা কর্মী যাতে ইনফোসিসের কাজকর্মে ব্যাঘাত না ঘটায়, সেই কারণে মুখ্যমন্ত্রী আগে থেকেই শওকতকে সতর্ক করে দিয়েছেন।
যদিও মুখ্যমন্ত্রীর সতর্কবার্তাকে নির্দেশ হিসেবে দেখছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত। তিনি বলেন, ‘দিদি আমাদের মুখ্যমন্ত্রী। তিনি যে দায়িত্ব আমাকে দেবেন, সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। ভাঙড় এলাকায় তথ্যপ্রযুক্তি সংস্থা বিনিয়োগ করতে আসছে। তাই এলাকা শান্ত রাখতে হবে। শান্তি ফিরলেই সুষ্ঠুভাবে বিনিয়োগ আসবে এবং রাজ্য এগোবে।’
এ প্রসঙ্গে বলতে গিয়ে আরাবুল ইসলামকে কটাক্ষ করেছেন শওকত। তাঁর কথায়, ‘এখন আরাবুল ইসলামের মতো নেতারা ভাঙড়ের রাজনীতিতে নেই বললেই চলে। তাই ভাঙড়ে তোলাবাজি, জুলুমবাজি, সিন্ডিকেটের মতো বিষয় আর হয় না। তা ছাড়া কলকাতা পুলিশের আওতায় আসার পর ভাঙড়ের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। এলাকায় শান্তি বিরাজ করছে। তাই ইনফোসিস নিয়ে দিদি আমাকে যে নির্দেশ দিয়েছেন, তা পালন করতে আমার কোনও অসুবিধা হবে না।’