কলকাতা পুরসভার মাসিক অধিবেশন থেকে ওয়াক আউট করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল। সেই প্রসঙ্গে এদিনের অধিবেশনে কথা বলতে গেলে সজলের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ হয়ে অধিবেশন থেকে ওয়াক আউট করেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলররা।
সুশান্ত ঘোষের ঘটনায় শহর কলকাতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে, কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছে বিরোধীরা। শুক্রবার গোটা বিষয় নিয়েই বক্তব্য রাখতে চেয়েছিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। কিন্তু কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে সেই নিয়ে কথা শুরু করলেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে দাবি।
পুরসভার মাসিক অধিবেশন থেকে বেরিয়ে সজল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনাকে তুলে ধরে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা সকলের সামনে তুলে ধরতে চেয়ে ছিলেন তিনি। কিন্তু মাঝপথেই পুরসভার চেয়ারপার্সন মালা রায় তাঁর মাইক বন্ধ করে দেন। এদিন সজল বলেন, ‘জমি দখলের খবর যাতে সামনে না আসে, কাউন্সিলরদের কোটি কোটি টাকার বেআইনি রোজগারের কথা যাতে জনসমক্ষে না আসে, সেই কারণেই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বিরোধী নয়, বরং বিজেপি বলে আজ এই ঘটনা ঘটল।’
পুরসভার অধিবেশনের এই ঘটনা নিয়ে নতুন করে শাসক দলকে বিঁধে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘‘শাসক ‘উলঙ্গ রাজা’-র মতো ব্যবহার করছে।’’ সজলের সংযোজন, ‘প্রশাসনের ব্যর্থতার কারণে আগেই একাধিক শাসকও বিরোধী দলের নেতা ও বিধায়করা প্রাণ হারিয়েছেন। কলকাতা পুরসভার কাউন্সিলররাও এই মুহূর্তে আর নিরাপদ নন। শাসক দলের বিরুদ্ধে যে আঙুল তুলছে বা পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে সরব হচ্ছে, তাঁকে দমিয়ে রাখার চেষ্টা চলছে।’