অনুমোদন ছাড়াই আরজি করে হাউস স্টাফ হওয়ার সুযোগ, তদন্তে সিবিআই

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ফাইল চিত্র

আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে আরও এক বেনিয়মের অভিযোগ পেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওই হাসপাতালে হাউস স্টাফশিপ করা নিয়েও দীর্ঘ দিন ধরে দুর্নীতি চলছে। সন্দীপ ঘোষ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হওয়ার আগে থেকেই ওই দুর্নীতি চলছে বলে সিবিআইয়ের দাবি।

আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি এবং সেখানে এক চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ বর্তমানে জেলে রয়েছেন। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আরজি করে এমবিবিএসের পরে হাউস স্টাফ করার জন্য যত অনুমোদিত আসন রয়েছে, তার থেকে বেশি সংখ্যক জুনিয়র চিকিৎসককে সেই সুযোগ দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে না কি প্রভাবশালীদের পরিচিতদের সেই সুযোগ দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এ সব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একাধিক নথি চেয়ে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে হাসপাতালের বেশ কয়েক জনকে। টাকার বিনিময়েই কি অতিরিক্ত আসন তৈরি করে হাউস স্টাফশিপ করার সুযোগ দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে? এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।