• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

এসএসকেএম-এ চিকিৎসায় গাফিলতির অভিযোগ

ওষুধের অপেক্ষায় মৃত্যু হল তিন বছরের একরত্তির। আর এই ঘটনায় সরাসরি হাসপাতালের দিকেই আঙুল তুলেছেন মৃত শিশুর বাবা-মা।

এসএসকেএম হাসপাতাল। ফাইল চিত্র।

ওষুধের অপেক্ষায় মৃত্যু হল তিন বছরের একরত্তির। সরাসরি হাসপাতালের দিকেই আঙুল তুলেছেন মৃত শিশুর বাবা-মা। সরকারি হাসপাতালের উপর ভরসা করে আফসোস করছেন তাঁরা। সূত্রের খবর, গাউচার ডিজিজে আক্রান্ত হয়েছিলেন তিন বছরের শিশু অনুশ্রী ধর। মেয়ের ভালো চিকিৎসার জন্য এসএসকেএম-এর মেডিক্যাল বোর্ডের নিকট আর্জি জানিয়েছিলেন বাবা বিপ্লব ধর এবং মা শিখা রানি ধর। এই বছরের মার্চে নয় দিন হাসপাতালে ভর্তিও রাখা হয়েছিল শিশুটিকে।

বাবা-মা অভিযোগ জানিয়েছেন, সম্পূর্ণ চিকিৎসার আগেই হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। সেই মুহূর্তে তাঁদের সন্তানের প্রয়োজন ছিল এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। কিন্তু তা দেওয়া হয়নি। উল্টে হাসপাতালের তরফ থেকে বলা হয়েছিল জীবনদায়ী ওষুধ এলে তাঁদের জানানো হবে। কিন্তু জানানো হয়নি। ওষুধের অপেক্ষা করতে করতেই গত ৩০ মার্চ শিশুটির মৃত্যু হয়। কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা। মায়ের একটাই আফসোস, সরকারি হাসপাতালের উপর ভরসা করেছিলেন তাঁরা। বেসরকারি চিকিৎসার আকাশ ছোঁয়া খরচের সামর্থ্য তাঁদের ছিল না। কিন্তু এর দাম এইভাবে দিতে হবে তা তাঁরা কিছুতেই মেনে নিতে পারছেন না।