আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ, আটক ১

আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ফাইল চিত্র

সাগর দত্ত হাসপাতালের ঘটনার প্রভাব এখনও কাটেনি। এরইমধ্যে আরও এক হাসপাতালের পরিবেশ উত্তপ্ত হলো। এবার আরজি কর হাসপাতালে এক জুনিয়র মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর সত্যরঞ্জন মহাপাত্র নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সূত্রের দাবি, মঙ্গলবার ভোর তিনটে নাগাদ একটি পথ দুর্ঘটনায় আহত এক যুবককে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। যুবকের সঙ্গে ছিলেন আরও তিনজন। আহতকে চিকিৎসার জন্য কয়েকটি ইঞ্জেকশন দেওয়া হলে তাঁর হাত থেকে রক্ত পড়তে থাকে। এই ঘটনা ঘিরে রোগীর পরিবারের এক সদস্য অভিযোগ করেন, সঠিক চিকিৎসা না হওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন এক মহিলা চিকিৎসককে পরিবারের সদস্যরা গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। রাগের মাথায় তাঁরা জানান, আরজি কর হাসপাতালে থাকলে রোগীর আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। এরপরই রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


এ বিষয়ে টালা থানায় অভিযোগ দায়ের করেন ওই জুনিয়র চিকিৎসক। ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করেছে।