পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার ক্যানিং থানার রায়বাঘিনীর মোড়ে টহলরত পুলিশ এক ব্যক্তিকে চাঁদা তোলার অভিযোগে আটক করে থানায় নিয়ে আসে। এরপর অভিযোগ ওঠে যে জয়ন্ত ঘোড়ই নামে এক তৃণমূল নেতা এলাকার বেশ কিছু মানুষ নিয়ে থানায় প্রবেশ করে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং আটক ব্যক্তিকে ছাড়ানোর চেষ্টা করেন। এসময় তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আঘাতও করেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ বেশ বেকায়দায় পড়েন, এবং পরে আরও কিছু মানুষ থানায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এই ঘটনার খবর পেয়ে ক্যানিংয়ের এসডিপিও রামকুমার মণ্ডল ঘটনাস্থলে পৌঁছান। তবে থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সূত্রের খবর, দুই পুলিশ কর্মকর্তা সৃজন সারথী ও দেবজ্যোতি সরকারকে বারইপুর জেলা পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
শুভেন্দু অধিকারীর দাবি, পুরো ঘটনাটি থানার ভেতরেই ঘটেছে, তাই সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দোষীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি।