• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জয়নগরের নির্যাতিতার বাবা–মায়ের সঙ্গে নবান্নে দেখা করলেন মুখ্যমন্ত্রী

একটি পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন। তিন মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজার বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছিলেন তিনি।

আরজি কর কাণ্ডের পর জয়নগর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার জয়নগরে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বিধায়ক শওকত মোল্লা নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নবান্নে আসেন। এদিন মেয়ের খুনের বিচার চেয়েছেন নির্যাতিতার বাবা–মা। পাশাপাশি তদন্তের অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছেন পরিবারের সদস্যরা।
নির্যাতিতার বাবা–মায়ের অভাব অভিযোগ শোনার জন্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁদের ডেকে পাঠান। সোমবার দুপুর ৩টের আগেই জয়নগরের নির্যাতিতার বাবা–মাকে সঙ্গে নিয়ে নবান্নে পৌঁছান বিধায়ক শওকত মোল্লা। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত হয় তাঁদের।
৪ অক্টোবর জয়নগরের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাশয় থেকে ৯ বছরের এক নাবালিকার দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তারপরেও ওঠে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। টিউশন থেকে বাড়ি ফেরার পথে ওই নাবালিকা নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই সময় পুলিশের দ্বারস্থ হলে তারা এফআইআর নিতে চায়নি বলে অভিযোগ। পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করলে নাবালিকার প্রাণ বাঁচানো যেত বলে মনে করছেন পরিবার সহ স্থানীয়রা।পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এলাকায় বিক্ষোভ দেখানো হয়। পুলিশ ফাঁড়িতেও আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা।

একটি পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর কাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন। তিন মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজার বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘যারা দোষ করবে তাঁদের কড়া শাস্তি হবেই। রাজ্যে ইতিমধ্যে ৩টি ফাঁসির সাজা হয়েছে। আমি চাই জয়নগরের ঘটনাতেও আগামী ৩ মাসের মধ্যে আদালত ফাঁসির অর্ডার দেবে।’