• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

কলকাতার পরিকাঠামো উন্নয়নে ৮০৩ কোটির প্রকল্প, জানালেন মেয়র

এই প্রকল্পের জন্য ৫৯৫ কোটি টাকা দিয়েছে এডিবি, ১৩৬ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার, আর কলকাতা পুরসভা নিজে থেকে দিয়েছে ৭৩ কোটি টাকা।

ফাইল চিত্র

কলকাতা শহরের উন্নয়নে এক বিশাল অঙ্কের কাজ সম্পন্ন হয়েছে। কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (কেইআইপি) আওতায় মোট ৮০৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

তিনি জানান, এই প্রকল্পের জন্য ৫৯৫ কোটি টাকা দিয়েছে এডিবি, ১৩৬ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার, আর কলকাতা পুরসভা নিজে থেকে দিয়েছে ৭৩ কোটি টাকা। সব মিলিয়ে এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে কলকাতার নানা এলাকায় পরিকাঠামো উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে।

এই কাজ মূলত রামকান্তপুর, মালাপাড়ার ১১৪ ও ১৪২ নম্বর ওয়ার্ডে হয়েছে। এলাকার নিকাশী ব্যবস্থার উন্নয়ন, জলনিকাশী প্রকল্প, রাস্তা সংস্কার, ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।

কিন্তু এই প্রকল্প নিয়ে রাজনৈতিক বিতর্ক উসকে উঠেছে। মেয়র স্পষ্ট জানান, ‘এই প্রকল্পে কোনও বিধায়কের অর্থ নেই। কেউ যদি দাবি করে থাকে যে তাদের টাকায় এই কাজ হয়েছে, তাহলে তা সম্পূর্ণ মিথ্যে।’