শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল প্রচুর লোকাল ট্রেন

সপ্তাহান্তে ফের শিয়ালদহ–বনগাঁ শাখার একাধিক ট্রেন বাতিল করা হল। শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন নিয়ে ভোগান্তির শিকার হতে চলেছেন নিত্যযাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিরাটি ও মধ্যমগ্রামের মাঝে রেলসেতু মেরামতির কাজ হওয়ায় শনি ও রবিবার শিয়ালদহ-বনগাঁ শাখায় ৩৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বনগাঁ-হাসনাবাদ এবং মধ্যমগ্রাম শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। ফলে নতুন করে যে যাত্রীদের হয়রানির শেষ থাকবে না তা বলাই বাহুল্য।

পূর্বরেল জানিয়েছে, সেতু রক্ষণাবেক্ষণের কাজ রেলওয়ে পরিকাঠামো ব্যবস্থাপনার একটি প্রয়োজনীয় দিক। ট্রেন পরিষেবার নিরবচ্ছিন্ন ব্যবস্থার জন্য সু-রক্ষণাবেক্ষণ করা সেতুগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতুগুলির কাঠামোগত দৃঢ়তা নিশ্চিত করলে পরিষেবা বিঘ্নিত হওয়া এবং বিলম্বের ঝুঁকি হ্রাস করে। যে কারণে মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনের মাঝে থাকা সেতুগুলির রক্ষনাবেক্ষণের কাজ চলবে।

শনিবার থেকে টানা ১২ ঘন্টা (২২:৩০টা থেকে ১০:৩০টা পর্যন্ত) শনিবার ও রবিবার শিয়ালদহ বিভাগের দমদম জংশন-বারাসত বিভাগের ডাউন লাইন এবং মধ্যমগ্রাম এবং বিরাটি স্টেশনগুলির মধ্যে আপ লাইনে ১০ ঘন্টা (২২:৩০ ঘন্টা থেকে ৮:৩০ ঘন্টা) ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে।


যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল –

শনিবার বাতিল থাকবে ঃ শিয়ালদহ-বনগাঁ- 33856, 33860, 33861, 33863 (আপ-ডাউন)
,হাসনাবাদ-শিয়ালদহ- 33533, 33538 (আপ-ডাউন)।

রবিবার বাতিল থাকবে : বনগাঁ-শিয়ালদহ- 33812, 33814, 33818, 33820, 33811, 33813, 33815, 33817 (আপ-ডাউন)
,হাসনাবাদ-শিয়ালদহ- 33511,33517, 33512, 33514 (আপ-ডাউন),দত্তপুকুর-শিয়ালদহ- 33612, 33618, 33613 (আপ-ডাউন), বনগাঁ-মাঝেরহাট-30342

লক্ষ্মীকান্তপুর-নামখানা- 34924, 34923 (আপ-ডাউন),মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর- 30712, 30711 (আপ-ডাউন),হাবরা-শিয়ালদহ- 33652, 33651 (আপ-ডাউন)

বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি- 30145, মাঝেরহাট-মধ্যমগ্রাম- 30357, 30358, মাঝেরহাট-বারাসত- 30351।, বারাসত-বনগাঁ- 33361, বারাসাত-শিয়ালদহ: 33432, 33434, 33431, 33435, 33439,বারাসাত–দত্তপুকুর: 33357 ,দত্তপুকুর–শিয়ালদহ: 33616