উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দুই বাংলাদেশি মহিলা অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে, তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে টহলদারি পুলিশ তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশে বিগত কয়েক মাস ধরে রাজনৈতিক পরিস্থিতি অস্থির। দেশজুড়ে হিন্দু নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে। পাশাপাশি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জঙ্গিদের গ্রেপ্তার হওয়ার ঘটনাও ঘটছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। বনগাঁ-বাগদা সীমান্তে এই টহলদারির সময় ধরা পড়েন আজমিরা খাতুন ও শিরিনা খাতুন নামের দুই মহিলা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই মহিলার বাড়ি বাংলাদেশের যশোর জেলার সারসা এলাকায়। পাঁচ মাস আগে তাঁরা পাসপোর্ট ও ভিসা ছাড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তাঁরা মুম্বইয়ে চলে যান এবং সেখানকার একটি পার্লারে কাজ করতে থাকেন। সম্প্রতি বাংলাদেশে ফেরার জন্য তাঁরা বনগাঁ-বাগদা সীমান্তে আসেন। বাগদা থানার চুয়াটিয়া মাথাভাঙ্গা মোড় এলাকায় তাঁদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা অসঙ্গতিপূর্ণ তথ্য দেন, যার ফলে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। পরে জেরার মুখে নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করেন। বুধবার তাঁদের বনগাঁ মহাকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন।