কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে মেলটি নজরে পড়তেই খবর দেওয়া হয় লালবাজারে। তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয় জাদুঘর। জাদুঘর কর্তৃপক্ষের অফিসিয়াল মেল আইডি-তে পাঠানো বার্তায় লেখা ছিল, ভিতরে বোম রাখা আছে। মেলটি ভুয়ো বলেই অনুমান পুলিশের। কিন্তু কে বা কারা এই হুমকি মেলের নেপথ্যে? বড়সড় নাশকতার ছক নয় তো? সবটাই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, যে আইডি থেকে মেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, ৩০ মার্চ রবিবার ইন্ডিয়ান মিউজিয়ামের অফিসিয়াল ইমেল আইডি-তে ওই হুমকি মেলটি আসে। রবি ও সোমবার যেহেতু মিউজিয়াম বন্ধ ছিল, তাই এই মেল মঙ্গলবার কর্মীদের নজরে আসে। মেলে লেখা ছিল, ‘ইন্ডিয়ান মিউজিয়াম উড়িয়ে দেওয়া হবে।’ মঙ্গলবার সকালে মেলটি নজরে আসা মাত্রই জাদুঘর কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছেছে লালবাজার বোম স্কোয়াড এবং স্নিপার ডগ।
সেই সময়ে জাদুঘর দর্শনে এসেছিলেন ৫০৯ জন দর্শক। তার মধ্যে ছিলেন ১০ জন বিদেশি। তাঁদের সকলকে বের করে জাদুঘর খালি করে দেওয়া হয়। প্রত্যেকের কাগজপত্রের বৈধতা এবং ব্যাগও চেক করা হয়। জাদুঘরের প্রতিটি কক্ষ তন্নতন্ন করে খুঁজে দেখেন নিরাপত্তা কর্মীরা। জাদুঘরের সামনের বেশ কিছুটা অংশ ঘিরে ফেলা হয়। নিউ মার্কেট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, অতীতেও এমন হুমকি মেল পেয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের নিজস্ব ইমেল আইডি-তে একটি জঙ্গি সংগঠন হুমকি বার্তা পাঠায়। তবে পুলিশ এবং বম্ব স্কোয়াড তল্লাশি অভিযান চালিয়েও কোনও সন্দেহজনক কিছু পায়নি।