এক নজরে আরসালান নির্দেশ

দুর্গাপুজোর আগে বিরিয়ানি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন আরসালান বিরিয়ানির মালিকরা। অভিযোগ, তাঁদের ব্র্যান্ডের নাম এবং লোগো নকল করে কিছু প্রতিষ্ঠান ব্যবসা চালাচ্ছে, যা আসল ব্র্যান্ডের খ্যাতির জন্য ক্ষতিকারক। শুনানি শেষে বিচারপতি কৃষ্ণা রাও রায় দেন, ‘আরসালান’ শব্দটি শুধুমাত্র আসল প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে, অন্য কেউ নামের আগে বা পরে এই শব্দ যুক্ত করতে পারবে না।

কলকাতা ও আশেপাশের এলাকায় এমন অনেক দোকান রয়েছে যারা সামান্য পরিবর্তন করে ‘আরসালান’ নাম ব্যবহার করছে। এর ফলে গ্রাহকরা আসল এবং নকলের মধ্যে বিভ্রান্ত হয়ে পড়ছেন, এবং অভিযোগ উঠেছে যে এসব দোকানের খাবারের গুণগত মান আসল দোকানের কাছাকাছিও নয়। কিন্তু হাইকোর্টের এই রায়ের পর এবার এসব নকল নাম ব্যবহার বন্ধ হবে বলে আশা।