• facebook
  • twitter
Saturday, 16 November, 2024

২৮ জানুয়ারি শুরু কলকাতা বইমেলা, থিম কান্ট্রি জার্মানি

বাংলাদেশের স্টল নিয়ে অনিশ্চয়তা

আগামী বছরের ২৮ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের তরফে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করা হয়েছে। গিল্ডের তরফে জানানো হয়, এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি। ফোকাল থিম কান্ট্রি হিসেবে তারা অংশগ্রহণ করছে। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল থাকবে কি না তা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগামী ২৮ জানুয়ারি থেকে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে মেলা শুরু হবে। ১২ দিন ধরে চলবে এই মেলা। প্রতিবারের মতো এবারও বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রথম জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রথম সংগঠিত বইমেলার আয়োজন করা হয়েছিল। এদিনের বৈঠকে জানানো হয়েছে, ১৯৭৬ সালে কলকাতা বইমেলা আয়োজনের প্রথম চিন্তাভাবনা এসেছিল জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা থেকেই। ১৯৮৪ ও ২০০৬ সালে ভারত ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার থিম কান্ট্রি ছিল। এবার সাহিত্য ও সংস্কৃতিতে ঐতিহ্যমণ্ডিত জার্মানিই কলকাতা বইমেলার থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে। গিল্ড জানিয়েছে, এবারে কলকাতা বইমেলায় স্টলের আবেদনের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। এবার ১৩০০টি স্টলের আবেদন এসেছিল বলে জানানো হয়। কিন্তু স্টলের সংখ্যা বাড়ানো সম্ভব হয়নি। ফলে গতবারের মতো এবারও ১০৫০টি স্টল থাকছে।

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ এবারের বইমেলায় অংশ নেবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিবছরই বাংলাদেশ কলকাতা বইমেলায় অংশ নিয়ে থাকে। এই দেশের প্যাভিলিয়নে পাঠকদের ভিড় দেখা যায়। পাশাপাশি বাংলাদেশের বহু লেখকও কলকাতা বইমেলায় অংশ নেন। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এবার বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে কি না তা এখনও নিশ্চিত হয়নি। এ বিষয়ে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, ‘আমরা কিছু বলব না ৷ সরকারি নির্দেশিকা মেনে তাঁরা (বাংলাদেশের প্রকাশকরা) যা ভালো মনে করেন সেটা করতে পারেন।’