• facebook
  • twitter
Saturday, 16 November, 2024

লেক মার্কেটের আবাসনে সাড়ে তিন কোটি টাকা উদ্ধার ইডি-র

দেশজুড়ে মিলল ৯ কোটি

ফের কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার সাড়ে তিন কোটি টাকা। লটারি প্রতারণা মামলায় বৃহস্পতিবার থেকে অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবারও এই অভিযান জারি রাখল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে, লেক মার্কেটের প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের একটি বহুতল আবাসনে একটি ফ্ল্যাট থেকে সাড়ে তিন কোটি টাকা উদ্ধার করা হয়েছে। টাকা গোনার জন্য ওই ফ্ল্যাটে যন্ত্রও নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবারও লেক মার্কেটের এই আবাসনে তল্লাশি চালিয়েছিল ইডি। শুক্রবার সেখান থেকেই প্রায় সাড়ে তিন কোটি টাকা উদ্ধার করা হল। জানা গিয়েছে, লটারি প্রতারণা মামলায় দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

লেক মার্কেটের এই আবাসন ছাড়াও কলকাতার আরও কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সেখানেও টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। লটারির মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এই প্রতারণার ঘটনায় প্রভাবশালী যোগেরও তত্ত্ব উঠে এসেছে। প্রকৃত পুরস্কারপ্রাপকদের বঞ্চিত করে ওই সংস্থা পুরস্কারের কোটি কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছিল। এছাড়াও রয়েছে আর্থিক অনিয়মের অভিযোগও। এই ঘটনায় নাম জড়িয়েছেন লটারি ব্যবসায়ী সান্তিয়াগো মার্টিন ও তাঁর সংস্থা ”ফিউচার গেমিং”য়ের।

গত পাঁচ বছর ধরে মার্টিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে রয়েছেন বলে খবর। লটারি প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের প্রায় ২০টি ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি। এর মধ্যে কলকাতার চারটি স্থানেও অভিযান চালানো হয়। এই অভিযান জারি থাকল শুক্রবারও। এর আগে ২০২৩ সালের অক্টোবরে এই ঘটনায় মধ্যমগ্রামের একটি লটারি সংস্থার ছাপাখানা এবং গুদামে তল্লাশি অভিযান চালিয়েছিলেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। উল্লেখ্য, লটারি প্রতারণার জাল কতদূর পর্যন্ত বিস্তৃত তা খতিয়ে দেখতে দেশের বিভিন্ন রাজ্যে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। এবার এই ঘটনায় কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, ফরিদাবাদ, লুধিয়ানা, কলকাতা, চেন্নাই ও কোয়েম্বাটুরের একাধিক জায়গায় বৃহস্পতিবার থেকে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সব এলাকায় তল্লাশি চালিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।