• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

জোম্যাটোর অবাক করা অনুরোধ

দিল্লি, ৪ জুন– যার যেটা ব্যবসা তা বাড়াতেই সে সদা তৎপর৷ কিন্তু সেই বিক্রেতাই যদি ক্রেতাকে নিজের জিনিস কিনতে না করে তাহলে সেটা তো অবাক করার মতোই৷ এমনই অবাক করার মতো ঘটনা ঘটিয়েছে অনলাইন অর্ডারের মাধ্যমে খাবার পেঁৗছে দেওয়া সংস্থা জোম্যাটো৷ খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই বাডি় বাডি় পৌঁছে দেয় অনলাইন ডেলিভারি

দিল্লি, ৪ জুন– যার যেটা ব্যবসা তা বাড়াতেই সে সদা তৎপর৷ কিন্তু সেই বিক্রেতাই যদি ক্রেতাকে নিজের জিনিস কিনতে না করে তাহলে সেটা তো অবাক করার মতোই৷ এমনই অবাক করার মতো ঘটনা ঘটিয়েছে অনলাইন অর্ডারের মাধ্যমে খাবার পেঁৗছে দেওয়া সংস্থা জোম্যাটো৷ খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই বাডি় বাডি় পৌঁছে দেয় অনলাইন ডেলিভারি সংস্থা জোম্যাটো৷ সকাল থেকে রাত দেশের বিভিন্ন শহরের হাজার হাজার মানুষ ওই সংস্থার ওপর নির্ভর করেন৷ সেই সংস্থাই ক্রেতাদের কাছে অনুরোধ করেছে, ‘খুব দরকার না পড়লে খাবার অর্ডার করবেন না’৷

কিন্তু যখন সংস্থার অনুরোধের পেছনের আসল কারণ জানা গেল তখন সবাই এই কাজের প্রশংসাই করল৷ আসলে আবহাওয়ার কথা মাথায় রেখেই এই বার্তা দিয়েছে জোমাটো৷ সংস্থার টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘দুপুরের পর খুব প্রয়োজন না হলে খাবার অর্ডার করবেন না৷’ এই বার্তা থেকেই ছডি়য়েছে বিতর্ক৷

আসলে দেশের বহু জায়গায় তাপপ্রবাহ চলছে৷ ৪০ ডিগ্রির ওপর ঘোরাফেরা করছে বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা৷ সেই কারণে ডেলিভারি বয়-দের কথা মাথায় রেখে এই বার্তা দিয়েছে জোমাটো৷ তবে এই বার্তা অনেক গ্রাহকই খুব ভালভাবে নেননি৷ তাঁদের বক্তব্য, কর্মীদের কথা মাথায় রেখে ওই সময় সার্ভিস বন্ধ করে দেওয়া উচিত জোমাটো-র৷ তা না করে গ্রাহকদের অর্ডার দিতে নিষেধ করা ঠিক নয় বলে মনে করছেন অনেকে৷

কেউ কেউ ওই টুইটের তলায় লিখেছেন, আপনারা খাবার ডেলিভারি করেন, আর মানুষ প্রয়োজনেই খাবারের অর্ডার দেয়৷ কেউ কেউ অ্যাপ ডিলিট করার কথাও বলেছেন৷
উল্লেখ্য, দিল্লিতে তাপমাত্রা ৫০ ডিগ্রি পার করে ফেলেছিল৷ তারপর এই বার্তা দেওয়া হয়েছে৷ তবে সেই গরম থেকে আপাতত মুক্তি পাচ্ছে দিল্লিবাসী৷