সবুজ বিতর্কে ২৪ ঘণ্টার মধ্যেই ফের লালে ফিরলখাবার ডেলিভারি সংস্থা জোম্যাটো৷ আমিষ-নিরামিষ খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটো সম্প্রতি খাবারের প্রকারভেদে পোশাকে রংয়ের বিভাজন টেনেছিল ৷ ডেলিভারি পার্টনারদের লাল পোশাকের সঙ্গেই আনা হয়েছিল সবুজ পোশাক৷ মঙ্গলবারই জোম্যাটোর তরফে ঘোষণা করা হয়, গ্রাহকদের সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হবে৷ নিরামিষ খাবার যারা ডেলিভারি করবেন, তাদের জন্য বিশেষ সবুজ পোশাকেরও ব্যবস্থা করা হয়৷ এরপরই শুরু হয় বিতর্ক৷ শেষমেশ বুধবার সকালে সংস্থার তরফে ফের জানানো হয়, আগের মতো সমস্ত ডেলিভারি পার্টনাররা লাল পোশাকই পরবেন৷
এদিন সিদ্ধান্ত বদলের কথা জানিয়েছেন জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “নিরামিষ খাবারের পরিষেবা দেওয়ার জন্য আমরা আলাদা কর্মী রাখলেও লাল ও সবুজ রংয়ের বিভাজনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছি৷ আমাদের ডেলিভারি পার্টনাররা লাল পোশাকই পরবেন৷” পাশাপাশি ‘পিওর ভেজ’ অপশন আনার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যে সমস্যার কথা তুলে ধরেছেন, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন জোম্যাটো প্রধান৷ তিনি জানান, যারা জ্যোমাটোর ‘পিওর ভেজ’ অপশন থেকে খাবার ডেলিভার করবেন, তারা দেখতে পাবেন যে অর্ডার ডেলিভারি করতে আসছেন জ্যোমাটোর বিশেষ নিরামিষ ডেলিভারি পার্টনাররা৷
আসলে মঙ্গলবার জোম্যাটর পোশাকের ঘোষণার পরই বিতর্ক শুরু হয়৷ কয়েকজন নেটাগরিক এই সিদ্ধান্তকে ‘আধুনিক সমাজের শ্রেণি বিভাজন’ বলে অ্যাখা দেন৷ আবার অনেকের মতে, ইউনিফর্মের রঙে পার্থক্য থাকায় বহু বাডি় মালিকরা লাল জামা পরা ডেলিভারি পার্টনারদের ঢুকতে বাধা দিতে পারেন৷ নিরামিষভোজীদের মাঝে যারা আমিষভোজী থাকেন, তারা সমস্যায় পড়তে পারেন৷