• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

বৃহস্পতিবার প্যারিস থেকে ‍বাংলাদেশে ফিরছেন ইউনূস, সন্ধ্যায় অন্তর্‍বর্তী সরকারের প্রধান হিসে‍বে শপথগ্রহণ

ঢাকা, ৭ আগস্ট – ‍বাংলাদেশের অন্তর্‍বর্তী সরকারের প্রধান হিসে‍বে নাম ঘোষণা করা হয়েছে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। সেই প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। তবে ইউনূস বাংলাদেশে ছিলেন না। চিকিৎসার জন্য তিনি প্যারিসে ছিলেন। বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা। দেশে ফেরার আগে তিনি সেখানকার নাগরিকদের শান্ত থাকার ও হিংসা থেকে ‍বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী

ঢাকা, আগস্ট ‍বাংলাদেশের অন্তর্‍বর্তী সরকারের প্রধান হিসে‍বে নাম ঘোষণা করা হয়েছে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। সেই প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। তবে ইউনূস বাংলাদেশে ছিলেন না। চিকিৎসার জন্য তিনি প্যারিসে ছিলেন। বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা। দেশে ফেরার আগে তিনি সেখানকার নাগরিকদের শান্ত থাকার ও হিংসা থেকে ‍বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হবে ‍বলে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন মুহাম্মদ ইউনূস। তাঁকেই প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন ইউনূস।

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এক সাং‍বাদিক ‍বৈঠকে বলেন, ‘‘ইউনূস বৃহস্পতিবার দুপুরে আসবেন। আমরা সকলে তাঁকে সরকার গড়তে সাহায্য করব। আশা করছি, সব ভাল হবে। আমরা এখন চমৎকার পরিবেশে কাজ করছি। আপনারা কেউ গুজবে কান দেবেন না। নিজেরাও গুজব ছড়াবেন না।’’ সরকার গঠন প্রসঙ্গে সেনাপ্রধান আরও বলেন, ‘‘বৃহস্পতিবারই যাতে সরকার গঠিত হতে পারে, আমরা তার যথাসাধ্য চেষ্টা করছি। ইউনূস দুপুর ২.১০ নাগাদ দেশে আসবেন। ৪০০ জনের উপস্থিতিতে রাত ৮টা নাগাদ সরকারের শপথগ্রহণ হতে পারে।’’

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ জুড়ে হিংসার ঘটনা ঘটছে ‍বাংলাদেশের ‍বিভিন্ন প্রান্তে। আওয়ামি লিগের নেতাদের ‍বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া থেকে শুরু করে হত্যা, দেহ ঝুলিয়ে দেওয়ার মতো নানা হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে। দেশের জনতাকে শান্ত থাকার আ‍বেদন জানিয়েছেন অন্তর্‍বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। হিংসা ত্যাগ করে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া ও দেশ পুনর্গঠনে স‍বাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ আমাদের প্রিয় এই সুন্দর ও ‍বিপুল সম্ভ‍বনাপূর্ণ দেশকে আমাদের নিজেদের ও পর‍বর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এ‍বং একে এগিয়ে নিয়ে যাওয়া এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথি‍বী নির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। ‘

‍বাংলাদেশের পুলিশ কর্মবিরতির ডাক দিয়েছে। সে প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন, ‘‘পুলিশের পুনর্গঠনের কাজ চলছে। আশা করি, পুলিশের মনোবল ফিরবে। তারা দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে রয়েছে। আমরা সকলে মিলে কাজ করব এবং সুন্দর ভবিষ্যৎ দেশকে উপহার দেব।’’দেশের বিভিন্ন অংশে পুলিশের অনুপস্থিতিতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে বলে অভিযোগ। সে প্রসঙ্গে সেনাপ্রধানকে প্রশ্ন করা হলে তিনি জানান, এখন পরিস্থিতি অনেক শান্ত। কোথাও কোথাও অশান্তির ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর থেকেই বাংলাদেশ সরকারবিহীন। হাসিনা পদত্যাগ করার পর বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকার গঠিত হবে। সেই সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত হয় মঙ্গলবার। সরকারের রূপরেখা তৈরি করতে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহবুদ্দিনের সঙ্গে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ১৩ জন সদস্যের একটি দল বৈঠকে বসে। সেখানে ছিলেন তিন সেনাবাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরা। সেই বৈঠকেই সর্বসম্মতিতে ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়।