বুলডোজার নীতি গ্রহণ করে বহুবার নিন্দিত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনকি এই মামলা পৌঁছেছে শীর্ষ আদালতেও। এবার এই মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসিত যোগী সরকার। আইনের পরোয়া না করে বুলডোজারে অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, অবৈধ বুলডোজার নীতি গ্রহণ করে ‘অসংবেদনশীলতার’ ও চূড়ান্ত বিবেকহীন কাজ করেছে উত্তরপ্রদেশ সরকার। এই ঘটনাকে ‘বিবেকের বিসর্জন’ আখ্যা দিয়ে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মামলায় আদালত আরও জানিয়েছে, ‘এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি যেখানে অবৈধভাবে ভাঙন চলছে। অথচ জড়িত ব্যক্তিদের নির্মাণ করার ক্ষমতা নেই।’
উল্লেখ্য, ২০২১ সালে গ্যাংস্টার নেতা আতিক আহমেদের সম্পত্তি ভাঙতে গিয়ে যোগীর পুলিশ লাগোয়া একাধিক বাড়ি ভেঙে দিয়েছিল। মঙ্গলবার সেই ঘটনায় ক্ষতিগ্রস্তদের দায়ের করা মামলা শীর্ষ আদালতে উঠলে যোগী সরকারের সমালোচনা করে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ১০ লক্ষ করে ক্ষতিপূরণের নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
শীর্ষ আদালত জানিয়েছে, উত্তরপ্রদেশে যা ঘটেছে তা ‘অসাংবিধানিক এবং অমানবিক’। ২০২১ সালে আইনের পরোয়া করে যাঁদের বাড়ি ভাঙা হয়েছিল, সেই প্রয়াগরাজের লুকারঞ্জের বাসিন্দা এক আইনজীবী, এক অধ্যাপক এবং দু’জন মহিলাকে তাঁদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে প্রয়াগরাজ প্রশাসনকে।