প্রায় ৯৪৮টি হেরিটেজ বৃক্ষের সৌন্দর্যায়নের উদ্যোগ নিলেন যোগী সরকার।

উত্তরপ্রদেশ:-  এবার রাজ্যের ৯৪৮টি হেরিটেজ বৃক্ষের রক্ষণাবেক্ষণ এবং সৌন্দর্যায়নে করবে যোগী সরকার। হেরিটেজ গাছ প্রকল্পে এই সৌন্দর্যায়নের কাজগুলি করবে যোগী সরকার। উত্তর প্রদেশে প্রায় ২৮টি প্রজাতির শতাব্দী প্রাচীন গাছ রয়েছে। এবং সেগুলি রাজ্যের ৭৫টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারই মধ্যে ৯৯টি হেরিটেজ গাছ রয়েছে বারাণসীতে। ৫৩টি রয়েছে প্রয়াগরাজে। ৩৭টি হরদৌইয়ে এবং ৩৫টি গাজিপুরে ও ৩৪টি উন্নাওয়ে রয়েছে। এই হেরিটেজ গাছ গুলি সংরক্ষণ করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চাইছে যোগী সরকার। রাজ্যের সাংস্কৃতিক, পৌরাণিক স্থানগুলি সম্পর্কে সচেতন করার জন্য আরও বিশেষ করে এই প্রকল্পগুলি চালু করা হচ্ছে।এই হেরিটেজ গাছগুলির অধিকাংশই রয়েছে জনবসতির মধ্যে। জঙ্গলের মধ্যে প্রায় কোনও প্রাচীন গাছ নেই। শতাব্দী প্রাচীণ এই সব হেরিটেজ গাছগুলির মধ্যে রয়েছে আরু, অর্জুন, আম, তেঁতুল, কইম, কারিল, কুসুম, খিরনি, শামি, ঘুমর, গুলার, চিতওন, চিনবিল, জাম, নিম, আদানসোনিয়া, পাকুর, অশ্বত্থ, পিলু, বট,মহুয়া,মেহগনি, মাইসোর বট, সিরিষ, শাল, শিমূল, হলদু,তমাল। তার মধ্যে ৩৬৫ রকমের বট গাছ, ৪২২ রকমের অশ্বত্থ গাছ রয়েছে। কীভাবে এই গাছগুলির সংরক্ষণ এবং সৌন্দর্যায়ন করতে হবে তার বিস্তারিত গাইডলাইন ইতিমধ্যেই যোগী সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। সেই গাইডলাইন মেনেই গাছগুলির সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানা গিয়েছে।