উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার গোরক্ষনাথ মন্দিরে ‘কন্যা পূজন’ অনুষ্ঠান করলেন।
মুখ্যমন্ত্রী, যিনি গোরক্ষপুরের গোরক্ষ পীঠেরও প্রধান, তিনি বলেছিলেন যে ভারতীয় সংস্কৃতিতে ‘মাতৃ’র ভূমিকাকে শ্রদ্ধা করা হয় এবং ‘কন্যা পূজন’ শক্তিটির প্রতীক।
তিনি ‘দশেরা’ উপলক্ষে রাজ্যের জনগণের কাছে তাঁর শুভেচ্ছা জানালেন। তিনি বললেন, করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করতে হবে।
আজ পরে, যোগী মন্দিরের প্রধান হিসাবে দশেরা মিছিলের নেতৃত্ব দেবেন।