• facebook
  • twitter
Wednesday, 27 November, 2024

কৃষক’দের ডিজেল বিক্রিতে নিষেধাজ্ঞা যােগী সরকারের

কৃষকদের ডিজেল না দেওয়ার জন্য উত্তর প্রদেশ সরকার প্রতিটি জেলার সাপ্লাই অফিসারদের নির্দেশনামা পাঠানাে হয়েছে বলে খবর। 

ট্রাক্টর র‍্যালি (Image: Twitter/@jammu_now)

২৬ জানুয়ারি কৃষক’দের ট্র্যাক্টর মিছিল হবার কর্মসূচিকে ব্যর্থ করার জন্য সবদিক থেকে চেষ্টা করে যাচ্ছে উত্তর প্রদেশের যােগী প্রশাসন। একটি জাতীয় সংবাদমাধ্যমে দাবি, প্রতিবাদরত কৃষকদের ডিজেল না দেওয়ার জন্য উত্তর প্রদেশ সরকার প্রতিটি জেলার সাপ্লাই অফিসারদের নির্দেশনামা পাঠানাে হয়েছে বলে খবর। 

খবরে সরকারের এই নিদের্শনামা প্রকাশিত হওয়ার পরেই সঙ্গে সঙ্গে কৃষক নেতা রাকেশ টিকায়েত কৃষকদের বলেছেন, যে যেখানে ট্রাক্টর নিয়ে আছেন, সেখানেই রাস্তা অবরােধ করতে। পশ্চিম উত্তরপ্রদেশ ও গাজিপুরের পূর্ব অংশের কৃষকদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ার পরে ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থা। 

কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিংহ তােমর জানিয়েছেন, ‘প্রতিবাদত কৃষকরা শুধু কৃষি আইন বাতিল করার দাবিতেই অনড় রয়েছেন। তাঁরা বুঝতে চাইছেন না, কৃষি আইনের ফলে তাঁদের কতটা সুবিধা হতে পারে। সেই কারণেই কোনও আলােচনার সমাধান সূত্র পাওয়া যাচ্ছে না।’ 

তিনি আরও বলেন ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির নেতৃত্বে কৃষি আইনে যে বদল করা হয়েছে, তা কৃষকদের উন্নতির জন্যই করা হয়েছে। কৃষকদের ইস্যু কেন্দ্রীয় সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে, ভবিষ্যতেও দেখবে।’