ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে অপরাধ রুখতে নানা রকম ব্যবস্থা নিয়েছেন যোগী আদিত্যনাথ। সমাজে মহিলাদের নিরাপত্তা নিয়েও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। রাতে মহিলা বা ব্যবসায়ীরা যাতে কাজ সেরে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করছে যোগী সরকার বলেও দাবি করেন তিনি। বলে দেন, “আমরা শুধু রামকেই আনি না, মেয়ে আর ব্যবসায়ীদের জন্য যারা ভয়ের কারণ হয়ে ওঠে, তাদের রাম নাম সত্যও করে দিই। আমরা রামের নামে জীবন কাটাই। রাম ছাড়া জীবন অসম্পূর্ণ। কিন্তু কেউ সমাজের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠলে তার রাম নাম সত্য করতেও ছাড়ি না।”
রাজ্যে উন্নয়ন ও অগ্রগতির জন্য বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানান যোগী আদিত্যনাথ। বলেন, ১০ বছর আগে যা স্বপ্ন ছিল, আজ তা সত্যি হয়েছে। আর এটা আপনাদের মূল্যবান ভোটের জন্যই হচ্ছে। একটা ভুল ভোট দেশকে দুর্নীতির অন্ধকারে ঠেলে দিতে পারে। আগে অন্যায়-অবিচার, কার্ফু ছিল। রাজ্যে কোনও আইনশৃঙ্খলা ছিল না। আমাদের মেয়েদের, আমাদের যুব সমাজের উপর বিপদ ঘনাচ্ছিল।” এই জনসভায় প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে যোগী আদিত্যনাথ বলেন, “যখন আপনারা মোদিজিকে ভোট দিয়েছেন, তখনই আপনারা নিজেদের ভবিষ্যত নিশ্চিত করেছেন। দেশে বিশ্বমানের কাঠামো, হাইওয়ে, বিমানবন্দর, মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। মোদীর কল্যাণই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম আর্থিক দেশ হয়ে উঠবে।’
পাশাপাশি জনসভা থেকে গত ১০ বছরে উত্তরে প্রদেশে বিজেপি সরকারে উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন যোগী। জনগণের কাছে তাঁর আর্জি, দুর্নীতি রুখতে ও উন্নয়নের স্বার্থে বিজেপিকে জেতাতে হবে।