গরিব মানুষের জমি দখলদারি বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নিলেন যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশ:- বিগত কয়েক বছর ধরেই রাজ্যের উন্নয়নে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন যোগী। এবার দরিদ্র মানুষদের পাশে দাঁড়ালেন যোগী আদিত্যনাথ। দরিদ্র মানু‌ষের জমি দখলদারি বন্ধ করার জন্য কঠোর নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। মাফিয়ারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে যোগী।গরিব মানুষের জমি দখল করে সেখানে প্রোমোটিংয়ের কাজ বন্ধ করার জন্য বিশেষ ব্যবস্থা নিলেন তিনি। গোরক্ষপুরে জমি বেআইনি দখলের বিষয়ে এক মহিলার অভিযোগের জবাবে যোগী আদিত্যনাথ সরকারি আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন। গোরক্ষপুরের মন্দিরের সভাকক্ষে জনতা দর্শন কর্মসূচিতে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে এই বিষেয় একাধিক অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। প্রায় ২০০ জন সাধারণ মানুষের অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী এবং তাঁদের ন্যায় বিচার দেওয়ার প্রতিশ্রুতি দেন। একের পর এক অভিযোগ শোনেন যোগী এবং সেই মতো সরকারি আধিকারিকদের নির্দেশ দেন। প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা দরিদ্র ও দুর্বল শ্রেণীর মানুষের অবৈধ জমি দখল মোকাবেলা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রয়োজন অনুসারে প্রত্যেক ব্যক্তিকে আয়ূষ্মাণ হেলথ কার্ড দেওয়ার জন্য। চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেন অনেক মানুষ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী আধিকারিকদের প্রয়োজন অনুসারে মানুষদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য নির্দেশ দেন। এর আগে মুখ্যমন্ত্রী গোরক্ষপুর পৌর কর্পোরেশন ওয়ার্কিং কমিটির নবনির্বাচিত সদস্যদের সঙ্গেও বৈঠক করেন যোগী আদিত্যনাথ। তিনি তাদের স্যানিটেশন এবং স্মার্ট সিটির মর্যাদায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন পৌর কমিশনার গৌরব সোগরওয়ালও।