আম আদমি পার্টিকে সরিয়ে দিল্লির মসনদে বসতে মরিয়া গেরুয়া শিবির। বিজেপি নেতা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার চালাবেন। তিনি ২৩ জানুয়ারি থেকে রাজধানীতে ১৪টি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী যোগীর সমাবেশের কারণে নির্বাচনী লড়াই আরও বৃদ্ধি পাবে।
দিল্লি বিজেপির সূত্রে খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লিতে বিজেপির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে জাতীয় রাজধানীতে তাঁর উপস্থিতি নিশ্চিতভাবেই ভোটারদের প্রভাবিত করবে, এমনটাই আশা বিজেপির। যোগী ২৩ জানুয়ারী থেকে ১৪টি সমাবেশ এবং জনসভা করবেন।
সূত্রের খবর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ঘোন্ডা, শাহদারা, দ্বারকা, বিজওয়াসন, পালাম, রাজেন্দ্র নগর, প্যাটেল নগর এবং অন্যান্য এলাকায় প্রচার চালাবেন। এই এলাকাগুলিতে উত্তর প্রদেশের আদি বাসিন্দারা বাস করেন। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রবিবার অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে দাবি করেছেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর দল ক্ষমতায় আসার আগে ভণ্ডামিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। তাঁর প্রতারণা প্রকাশ্যে চলে এসেছে।
মন্ত্রী বলেন, এর আগে কেজরিওয়াল দাবি করেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনও সরকারি বাড়িতে থাকবেন না এবং কোনও সুরক্ষা নেবেন না। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই দুটি সুবিধাই নিয়েছেন। ডবল ইঞ্জিন সরকার গঠনের পর দিল্লির অনেক উন্নয়ন হবে। অর্জুন রাম মেঘওয়াল দাবি করেছেন, দিল্লিতে বিজেপি সরকার গঠন করবে।
করোলবাগ বিধানসভা আসনের বিজেপি প্রার্থী দুষ্মন্ত গৌতমও অভিযোগ করেছেন, জাতীয় রাজধানীর পানীয় জল নোংরা। তিনি বলেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না, কিন্তু কারোলবাগের মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে…এই লড়াই এখন জনগণের লড়াইয়ে পরিণত হয়েছে… দিল্লি ভারতের হৃদয়, যা পরিষ্কার থাকা উচিত।’ দুর্ভাগ্যবশত, এখানকার পানীয় জলও নোংরা।’
দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই চলছে। ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোটগ্রহণ হবে এবং ৮ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।