প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে দিল্লি-মলদ্বীপের কূটনৈতিক সম্পর্কে চিড় ধরেছে। এই আবহে সক্রিয় ভূমিকা নিল বেজিং। পাঁচ দিনের চিন সফরে সেখানে যান মুইজ্জু। সফরের তৃতীয় দিনে বুধবার জিনপিংয়ের সঙ্গে বেজিংয়ে বৈঠক করেন মুইজ্জু। সেখানেই ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আবহে মলদ্বীপের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চিনের প্রেসিডেন্ট। তাৎপর্যপূর্ণ ভাবে ওই বৈঠকেই বেজিংকে তাঁদের ‘পুরনো বন্ধু এবং ঘনিষ্ঠতম সহযোগী’ বলেন মুইজ্জু। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে দ্বিপাক্ষিক আর্থিক ও বাণিজ্য সংক্রান্ত কয়েকটি চুক্তি সই হয় বলে চিনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের দাবি।