এক্স হ্যান্ডেল অকেজো। না যাচ্ছে রিফ্রেশ করা, না হচ্ছে নতুন কোনও পোস্ট লোড করা। মঙ্গলবার গভীর রাত থেকে বিশ্বজুড়ে সমস্যায় পড়েন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা৷এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে নিজেদের মধ্যে বার্তা বিনিময়ের সময়ই এই অঘটন ঘটে যায়৷ মাস্ক একে বড়সড় সাইবার হামলা বলে আশঙ্কা প্রকাশ করেছেন ৷
বুধবার সকাল থেকেই অভিযোগ করতে শুরু করেন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা। তাঁরা কমেন্টে জানান, ‘টুইট লোড করা যাচ্ছে না’, ‘সাইট কাজ করছে না’ ৷ কোথাও আবার ‘অ্যান এরর অকার্ড’, এমন বার্তা পর্দায় ভেসে ওঠে৷ ডাউনডিটেক্টর জানায়, আমেরিকায় এই সংক্রান্ত ৩৬ হাজার ৫০০টি অভিযোগ জমা পড়ে ৷ ডাউন ডিটেক্টর আরও জানিয়েছে, কানাডায় অভিযোগ জমা পড়ে ৩ হাজার ৩০০ টি, ব্রিটেনে ১ হাজার ৬০০টি ৷ হ্যান্ডেলের এই সমস্যার সম্মুখীন হন ভারতীয়রাও ৷ ডাউনডিটেক্টর হল একটি অনলাইন প্ল্যাটফর্ম যা ব্যবহারকারীদের বিভিন্ন ওয়েবসাইট এবং পরিশষেবার অবস্থা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে।